মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫


সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

Channel 9 from Bangladesh will telecast all the matches of BPL T20 2015. This time, even a single delivery will not be missed due to advertisements. BPL authority has already warned the Channel 9 team about this matter.
Besides Channel 9, Geo Super, MTV Sports, Star Cricket, Channel 9 UK and Sports Max will telecast this tournament.
Channel 9: Bangladesh
GEO Super: Pakistan
MTV Sports: Sri Lanka
Star Cricket: Bangladesh, Sri Lanka, Singapore, Hong Kong, Bhutan, South Asia, Southeast Asia India, Maldives, Nepal, Pakistan, Papua New Guinea
Channel 9 UK: England, Scotland, Wales United Kingdom, Channel Islands, Isle of Man, Republic of Ireland, Denmark, Estonia, Finland, France, Austria, Belgium, Czech Republic, Germany, Luxembourg, Netherlands, Norway, Poland, Hungary, Italy, Latvia, Lithuania, Slovakia, Sweden, Switzerland
Sports Max: British Virgin Islands, Barbados, Bermuda, Cayman Islands, Dominica, Grenada, Guadeloupe, Guyana, Jamaica, Anguilla, Bahamas, Martinique, Saint Lucia, Saint Martin, Saint Vincent and the Grenadines, Suriname, Trinidad and Tobago, United States Virgin Islands

SRC: Sujonhera.com

BPL3 Player List


Rangpur Riders:

Local players: Shakib Al Hasan (Icon), Soumya Sarkar, Arafat Sunny, Mohammad Mithun, Muktar Ali, Saklain Sajib, Jahurul Islam, Abu Jayed Chowdhury, Murad Khan, Rasel Al Mamun.

Overseas players: Darren Sammy, Thisara Perera, Lendl Simmons, Sachithra Senanayake, Mohammad Nabi, Wahab Riaz.

Comilla Victorians:


Local players: Mashrafe Bin Mortaza (Icon), Litton Kumer Das, Imrul Kayes, Shuvagata Hom Chowdhury, Sanjamul Islam, Kamrul Islam, Ariful Haque, Mahmudul Hasan, Naeem Islam (junior), Abu Hider, Dhiman Ghosh.


Overseas players: Shoaib Malik, Sunil Narine, Marlon Samuels, Krishmar Santokie, Ahmed Shehzad, Darren Stevens, Nuwan Kulasekara, Andre Russell, Lahiru Thirimanne.

Sylhet Superstars:


Local players:
 
Mushfiqur Rahim (Icon), Rubel Hossain, Mominul Haque, Abdur Razzak, Nurul Hasan, Mohammad Shahid, Najmul Islam Apu, Junaid Siddique, Nazmul Hossain Milon, Abu Sayem.


Overseas players: Shahid Afridi, Ravi Bopara, Brad Hodge, Sohail Tanvir, Chris Jordan, Joshua Cobb, Ajantha Mendis.


Chittagong Vikings:

Local players: Tamim Iqbal (Icon), Anamul Haque, Taskin Ahmed, Ziaur Rahman, Elias Sunny, Naeem Islam, Enamul Haque (junior), Yasir Ali, Shafiul Islam, Asif Ahmed, Nafees Iqbal.


Overseas players: Saeed Ajmal, Jeevan Mendis, Robin Peterson, Kamran Akmal, Umar Akmal, Mohammad Amir, Elton Chigumbura, Chamara Kapugedera.

Dhaka Dynamites:


Local players:
 
Nasir Hossain (Icon), Mustafizur Rahman, Mossharraf Hossain Rubel, Mosaddek Hossain, Shamsur Rahman, Saikat Ali, Farhad Reza, Nabil Samad, Abul Hasan, Irfan Shukkur.


Overseas players: Kumar Sangakkara, Sohail Khan, Yasir Shah, Nasir Jamshed, Shahzaib Hasan, Mohammad Irfan, Ryan ten Doeschate, Dawid Malan.

Barisal Bulls:


Local players:
 
Mahmudullah Riyad (Icon), Sabbir Rahman, Al-Amin Hossain, Sohag Gazi, Taijul Islam, Shahriar Nafees, Mehedi Maruf, Nadif Chowdhury, Rony Talukdar, Mohammad Sarifullah, Sajidul Islam.


Overseas players: Chris Gayle, Kevon Cooper, Evin Lewis, Brendan Taylor, Seekkuge Prasanna, Mohammad Sami, Imad Wasim.

উৎসঃ বিডি নিউজ 

শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

MIAMITRAFFIC
Aggressive Drivers
THUGTOOLS
All "light weapon"
NUTTERTOOLS
All ''heavy'' weapons
PROFESSIONALTOOLS
All ''medium'' weapons
IWANTITPAINTEDBLACK
All cars are black
AHAIRDRESSERSCAR
All cars are pink
GREENLIGHT
All traffic lights are green
BIGBANG
Blow up nearby cars
IWANTBIGTITS
Candy Suxxx (Pornstar)
SEAWAYS
Cars can drive/hover over water
COMEFLYWITHME
Cars can fly
STILLLIKEDRESSINGUP
Change Skin/Clothes
ICANTTAKEITANYMORE
Commit Suicide
LEAVEMEALONE
Decrease Wanted Level
ABITDRIEG
Dense Clouds
AIRSHIP
Fast boats can fly for short periods of time
CANTSEEATHING
Foggy Weather
PRECIOUSPROTECTION
Full Armor
ASPIRINE
Full Health
CHICKSWITHGUNS
Girls Carry Guns
PROGRAMMER
Gives Tommy girly arms/legs
FANNYMAGNET
Ladies Man, Women Follow You
APLEASANTDAY
Light Clouds
ONSPEED
Makes everything faster
BOOOOOORING
Makes everything slower
DEEPFRIEDMARSBARS
Makes Tommy fatter
CERTAINDEATH
Makes you smoke a cigarette
WHEELSAREALLINEED
Only the wheels of a car are visible
OURGODGIVENRIGHTTOBEARARMS
Peds Carry Guns
NOBODYLIKESME
Peds Hate You
FIGHTFIGHTFIGHT
Peds Riot
GRIPISEVERYTHING
Perfect Handling
ILOOKLIKEHILARY
Play as Hilary King
MYSONISALAWYER
Play as Ken Rosenberg
LOOKLIKELANCE
Play as Lance Vance
WELOVEOURDICK
Play as Love Fist character (Dick)
ROCKANDROLLMAN
Play as Love Fist character (Jezz Torent)
FOXYLITTLETHING
Play as Mercedes
ONEARMEDBANDIT
Play as Phil Cassidy
CHEATSHAVEBEENCRACKED
Play as Ricardo Diaz
IDONTHAVETHEMONEYSONNY
Play as Sonny Forelli
YOUWONTTAKEMEALIVE
Raise Wanted Level
CHASESTAT
Shows Media Level (when 2+ stars)
TRAVELINSTYLE
Spawn a Bloodring Banger
GETTHEREQUICKLY
Spawn a Bloodring Banger #2
BETTERTHANWALKING
Spawn a Caddie
GETTHEREVERYFASTINDEED
Spawn a Hotring Racer
GETTHEREAMAZINGLYFAST
Spawn a Hotring Racer #2
PANZER
Spawn a Rhino
THELASTRIDE
Spawn a Romero's Hearse
GETTHEREFAST
Spawn a Sabre Turbo
RUBBISHCAR
Spawn a Trashmaster
ROCKANDROLLCAR
Spawn Love Fist's Limo
LIFEISPASSINGMEBY
Speed up game clock
LOADSOFLITTLETHINGS
Sportscars have big wheels
CATSANDDOGS
Stormy Weather
ALOVELYDAY
Sunny/Clear Weather

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

অনেকেই ইউক্স, ইউআই নিয়ে জানতে চান যে কিভাবে শিখবেন? আমি তা নিয়ে আমার জানা যে সকল রিসোর্স আছে তা শেয়ার করবো। এবং নোটটি নিয়মিত আপডেট করবো। আজকের পর্বে ভিডিও কোর্সের লিঙ্ক দিব।

Design of Everyday Things. এটি Don Norman এর একটি অসাধারণ কোর্স যেখানে আপনাকে ডিজাইন রান্না করে খাওয়াবে। সাথে ডিজাইন আসলে কি তার নতুন পরিচয় ও স্বাদ পাবেন। কোর্স লিঙ্ক - https://www.udacity.com/course/viewer#!/c-design101 

User Experience for the Web (WebUX)  
ইউক্স ডিজাইনের উপর অনেক জনপ্রিয় একটি কোর্স।  আমি প্রথম যেই কোর্স থেকে ইউএক্স কি ? তা বুঝতে পারি।  

Product Design 
এক কথা যাকে বলে অস্থির। এই কোর্সে গুগল থেকে শুরু করে বিগ স্টার্টআপের ডিজাইনার রা ডিজাইনের ভিবিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। আমি এই কোর্সটা এই পর্যন্ত  ২ বার কমপ্লিট করছি সামনে আরো কত বার দেখি বলা মুশকিল :D। আপনি চাইলে করতে পারেন একদম ফ্রিতে ;)  
কোর্স লিঙ্কঃ https://www.udacity.com/course/product-design--ud509


Ux Fundamentals এই কোর্সটি  দেখে ফেলতে পারেন। অনেক নতুন ও মজার অবিজ্ঞতা হবে। 
কোর্স লিঙ্কঃ http://www.thegymnasium.com/catalog/course/103  


How to Prototype Web and Mobile Apps in 30 Minutes
কোর্স লিঙ্কঃ https://www.udemy.com/prototyping-web-and-mobile-apps/ 




এখানের প্রত্যেক্টি কোর্সই আপনাকে নতুন কিছু শিখতে সহায়তা করবে। তবে এখানে কলকাতা হারবাল টাইপের কিছু পাবেন না যে আপনি এগুলো দেখলেই ইউক্স ডিজাইনার হয়ে যাবেন। আপনি এখানে ডিজানের অনেক  টার্ম সম্পর্কে জানবে যে গুলো নিয়ে গুগল করে নিয়মিত পরাশুনা করবেন। আজকে ভিডিও কোর্সের লিঙ্ক দিলাম নেক্সট নোট লিখব বই নিয়ে। সুতরাং সাথেই থাকুন ;) 
 source: nasir burhan.

ডিজাইন সম্পর্কি অনেক প্রশ্ন ও তার সমাধান। কিভাবে গ্রাফিকরিভারেরজন্য ডিজাইন করবেন? কিভাবে শিখবেন? কোথায় শিখবেন? ইত্যাদী


আসসালামু আলাইকুম,

প্রায়-ই সময়, বিশেষ করে প্রতি সপ্তাহেই ১০ থেকে ২০ জনের মত ফেইসবুকে ম্যাসেজ দেয় যে, কিভাবে ভাল ডিজাইন শিখবে বা ভাল মানের ডিজাইন করবে? আবার অনেকেই প্রশ্ন করে গ্রাফিক রিভারের জন্য কিভাবে ডিজাইন করবে? কি করলে ডিজাইন এপ্রুভ হবে? আবার অনেকে সাজেশন্সস চায় যে, কোথায় বা কোন ট্রেইনিং সেন্টারে ভাল মানের গ্রাফিক ডিজাইন শিখায়? এত প্রশ্নের উত্তর দিতে দিতে আর ভাল লাগে না। অনেকেই আমার কাছে আসতে রিকুয়েস্ট করে এইসব বিষয়ে তাই ডক লিখতে বসলাম। অনেকদিন যাবৎ ই একটা বিষয় নিয়ে লেখার চিন্তা করেও সময়, মন-মানষীকতা, পরিস্থিতি ইত্যাদী হয়ে ওঠে না। তাই আজকে বসেই পড়লাম।


ডিজাইন শিখার জন্য কোথায় যাবেন বা কোন জায়গা থেকে শিখবেন?

- অনেকেই ডিজাইন শিখার জন্য বিভিন্ন ট্রেইনিং সেন্টারে ভর্তি হন। আমাদের দেশের ট্রেইনিং সেন্টার গুলো শুধু মাত্র ফটোশপ, ইলাস্ট্রেটরের টুল গুলোর বেসিক ব্যবহার শিখায়। ফটোশপ ইলাস্ট্রেটরের টুলের ব্যবহার জানলেই ডিজাইনার হওয়া যায় না। ট্রেইনিং সেন্টারগুলো যা শিখায় তার চেয়ে অনেক ভাল ভাবে আপনি গুগল, অথবা ইউটিউব থেকে শিখতে পারেন। সেখান থেকে আপনি যা পাবেন , তা ট্রেনিং সেন্টার থেকেও পাবেন না। ইন্টারনেট হচ্ছে সবচেয়ে বড় স্কুল, যদি আপনি ঠিক মত ব্যাবহার করতে পারেন। প্রাথমিক পর্যায়ে আমার টিউটোরিয়াল গুলে ফলো করতে পারেন Basic Photoshop Tutorial youtube"


যেভাবে ভাল মানের ডিজাইন করবেন

- ভাল মানের ডিজাইন করার জন্য সর্ব প্রথম আপনাকে আত্নবিশ্বাসী হতে হবে এবং প্রচুর ধৈর্যশীল হতে হবে। কখনোই ধৈর্য হারালে চলবে না আর সর্বদা মনে মনে একটা জিনিস ঘুরাতে হবে , সেটা হচ্ছে -আমি ভাল ডিজাইন করতে পারবো, আমার থেকে অবশ্যই ভাল আইডিয়া বের হবে। আমার ক্রিয়েটিভিটি সবার থেকে আলাদা।-

এই চিন্তার মাধ্যমে আপনার মানষীক একটা প্রশান্তি কাজ করবে। আর যখনই আপনি মানষীকভাবে শান্তি পাবেন তখনই দেখবেন আপনার মাথা থেকে একটা একটা করে নতুন নতুন আইডিয়া বের হয়ে আসছে। ( এটা কোন অবাস্তব কথা নয়, বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন)

দ্বিতীয়ত-ডিজাইনটা সম্পূর্ণটা কালার এর উপরে ডিপেন্ট করে। কোন কালার এর সাথে কোন কালার ভার মিলবে, কোনটার সাথে কোনটা দিলে ডিজাইনটা ফুটে উঠবে এই সম্পর্কে একটু জ্ঞান রাখা । কালার সম্পর্কে ব্যাপক স্ট্যাডি করতে চাইলে গুগল মামার কাছে ডিজাইনকালারিং ম্যানেজমেন্ট দিয়ে সার্চ দিলে অনেক আর্টিকেল পাবেন। ওই গুলো যদি একটু ধৈর্য করে পড়তে পারেন তাহলে দেখবেন আপনার ডিজাইনের অনেক জড়তা কেটে গেছে। 

( কয়েকদিনের মধ্যে ইনশা-আল্লাহ কালারিং এর উপরে কয়েকটা লিখা পোস্ট করবো । কালারিংটা একটা পর্বে শেষ করা সম্ভব না। সম্ভব হলে এখানেই লিখতাম )


তৃতীয়ত- প্রচুর পরিমাণে ভাল ভাল ডিজাইন ফলো করতে হবে। ভাল ডিজাইন পেতে হলে,,, সবচেয়ে বড় সহায়ক হচ্ছে www.graphicriver.net  অথবা www.dribbble.com এ ও দেখতে পারেন। প্রথমত হুবুহু একটা ডিজাইন দেখে ওইটার কপি আরেকটা করুন। এভাবে ২০ থেকে ৫০ টা ডিজাইন কপি করে ডিজাইন করুন ( কপি করা ডিজাইন কথনোই পোর্টফোলিও তে রাখার চেষ্ট করবেন না) । 
এই কপি করা ডিজাইন গ্রুপে শেয়ার করে ভুল গুলো শুধরিয়ে নিতে পারেন। তবে কপি করা ডিজাইন গ্রুপে শেয়ার করলে , যে ডিজাইন দেখে হুবুহু ডিজাইন করেছেন তার লিংক টাও অবশ্যই শেয়ার করবেন।এরপর আপনি যখন বিভিন্ন টুল, ইত্যাদীর পারফেক্ট ব্যাবহার আয়ত্ত করতে পারবেন তখন আপনি ২০ থেকে ৫০ টার মত ডিজাইন দেখে নিজের থেকে একটা ডিজাইন করার চেষ্টা করুন। প্রথমে একটু অস্বস্তি অস্বস্তি লাগবে,  আইডিয়া বের হতে চাইবে না।  কিন্তু যখন আপনি কয়েকটা ডিজাইন কমপ্লিট করবেন । এরপর দেখবেন আস্তে আস্তে অটোমেটিক ভাবে আপনার মাথা থেকে নতুন নতুন ক্রিয়েটিভিটি বের হতে থাকবে। আমি এখনও ডিজাইন করার আগে কমপক্ষে ২০ টা ডিজাইন দেখি।  তাহলে আপনারা কেন পারবেন না।?


গ্রাফিকরিভারে এপ্রুভ করাবো কিভাবে?

- বর্তমান সময়ে গ্রফিকরিভার টা হচ্ছে সবচেয়ে বড় গ্রাফিক এলিমেন্ট মার্কেটপ্লেস। এখানে আপনার ডিজাইন এপ্রুভ করাতে হলে, প্রথমত উপরের কথা গুলো অক্ষরে অক্ষরে পালন করুন।  এরপর ,  আপনার চোখকে ডিজাইনারের চোখ থেকে একজন রিভিউয়ারে পরিনত করুন। ডিজাইন করার পরে তা সমালোচনার জন্য আরেক জনকে দেখান। এক্ষেত্রে ডিজাইন গ্রুপে শেয়ার করতে পারেন অথবা সবচেয়ে ভাল হয় ডিজাইনটা করার পরে কোন একজন মেয়ে মানুষকে তা দেখান। সে হোক আপনার বোন, আপনার স্ত্রী। কারণ মেয়েরা ছেলেদের চেয়ে অনেক বেশী এ্যাডভান্স। তারা আপনার ডিজাইনের একটা ফিডব্যাক দিবেই। যেই ফিডব্যাক দেয় সেই ভাবে আবার এডিট করুন।

-দ্বিতীয়ত- ডিজাইন করার পরে গ্রাফিক রিভারের অন্যান্য ডিজাইনের  কোয়ালিটির সাথে আপনার ডিজাইনের  কোয়ালিটি ( কালার, শেপ, টাইপোগ্রাফি)  ইত্যাদী খুব সুক্ষ ভাবে পর্যালোচনা করুন।  কখনোই নিজের ডিজাইনের প্রেমে পড়বেন না। মনে রাখবেন, আপনি যদি ডিজাইন করার পর আপনার ডিজাইনের প্রতি আসক্ত হয়ে যান,  তাহলে কখনোই ভাল মানের ডিজাইন করতে পারবেননা।  সর্বদা আপনার ডিজাইন ইউনিক করার অর্থাৎ সুন্দর এরং ক্রিয়েটিভ করার চেষ্ট করুন। কপি পেস্ট ডিজাইন কখনোই রিভারে আপলোড দিবেন না্।


-তৃতীয়ত- অনেকেই Behance বা  Dribbble থেকে ফ্রি ফাইল নামিয়ে কিছুটা চেঞ্জ করে রিভারে আপলোড দেয়। এরকম কখনোই করবেন না। হয়তো বা আপনার ওই ডিজাইনটা এপ্রুভ হবে,  কিন্তু রিপোর্ট যদি দেয় কেউ তাহলে কিন্তু গোমড় ফাঁস হয়ে যাবে এমনকি রিভারের আইডিটাও রিমুভ করে দিতে পারে।  ফ্রি ফাইল না নামালেও বিভিন্ন ওয়েব সাইট থেকে দেখা ডিজাইনও হুবুহ কপি মেরে রিভারে আপলোড দিবেন না। এক কথায় রিভারে কখনোই কপি পেস্ট ডিজাইন আপলোড দিবেন না। সর্বপরি নিজের মেধাকে বিকশিত করার চেষ্ট করুন।



ডিজাইন করতে হলে কি ভার আর্টিস্ট হতে হয়?- না ভাই, ভাল ডিজাইন করার জন্য ভাল আর্টিস্ট হওয়ার দরকার নাই । অাপনার আত্নবিশ্বাস , ইচ্ছাশক্তি এরং সঠিক গাইডলাইনই আপনাকে একজন ভাল মানের ডিজাইনার  হিসেবে গড়ে তুলবে।আজকে এই পর্যন্তই।আর ডিজাইন সম্পর্কে অারো কোন ধরনের প্রশ্ন থাকলে আমাকে ফেইসবুকে ম্যাসেজ দিবেন নির্দিধায়।আমি আমার সাধ্য অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো।

ধন্যবাদ

তাহমিদ হাসান
বিভিন্ন ধরণের ডিজাইনে বিভিন্ন জিনিস টাইপ করতে হয় আর সেই টাইপের ফন্টগুলো যদি সুন্দর হয় তাহলে ডিজাইনের মান অনেক বেড়ে যায়। এখানে কিছু বহুল ব্যাবহৃত ফন্টের নাম ও লিঙ্ক দিলাম। আশা করি আপনাদের কাজে আসবে। ডুবে থাকুন ডিজাইনের মধ্যে :)


Mehran Shahid Chowdhury
কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে ভাল হয়, এইটা ৫ জনকে জিজ্ঞেস করলে মিনিমাম ১৫টা 
ডিফারেন্ট উত্তর পাওয়া যাবেসকালে যদি বলে এইটা শিখো, রাতে বলবে ওইটা শিখোআর
গরম হালকা একটু বেশি লাগলে বলবে অন্য আরেকটা শিখো
প্রথম স্টেপ: মনে রাখতে হবে, এক লাফে তাল গাছে উঠতে পারবেন নাতাই প্রথমেই কোন একটা সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে প্রোগ্রামিংয়ের ৫টা বেসিক জিনিস শিখে ফেলতে হবেএই পাঁচটা জিনিস হচ্ছে-


1.                 variable
2.                if else
3.                array
4.                for loop

5.                function


আপনাকে পাইথন বা জাভাস্ক্রিপ্ট থেকে শিখতে হবে এমন কোন কথা নাইযদি হাতের কাছে 
অন্য কোন বই থাকে অথবা আশেপাশের কেউ অন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শিখাতে 
পারে, তাইলে সেটাই শিখেন
সেকেন্ড স্টেপ: বেসিক কনসেপ্টগুলা শেখার পরে আপনি যখন সেকেন্ড ধাপে উঠে যাবেন, তখন প্রোগ্রামিংয়ের বিভিন্ন 
অপশন আপনার কাছে খোলাসা হতে থাকবেপ্রথমেই ক্লিয়ার হতে হবে, প্রোগ্রামিং শিখার জন্য 
আপনি সুপার লেভেলের সিরিয়াস কিনাপ্রতিদিন কতটুকু ডেডিকেটেড সময় দিতে পারবেন
৫-১০ মিনিট ঢুসা মেরে পরের ৬ মাস খোঁজ খবর না থাকলে এই লাইনে আশাকরে কোন লাভ

নাই


আপনি যদি ভোম্বল মার্কা স্টুডেন্ট হোন, পড়াশোনায় খুবই খারাপ, কোন রকম টেনেটুনে পড়াশোনা চালাতে খবর হয়ে যাচ্ছেআপনার জন্য সহজ সমাধান হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের এইচটিএমএল 

এবং সিএসএস শেখাআপনার হাতে আরও কয়েক মাস সময় থাকলে, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ধারণা নিতে পারেননিজে নিজে ওয়েবসাইট বানাবেনসিম্পল ওয়েবসাইট বানায় ফেলতে পারলে পিএইচপি শিখেন


দ্রুত টাকা কামাইতে চাইলে আপনার শেখা উচিত ওয়ার্ডপ্রেসকিভাবে কোন একটা ওয়ার্ডপ্রেস থিম 
নিয়ে সেটা এডিট করে ওয়েবসাইট আপলোড করে দেওয়া যায়ওয়ার্ডপ্রেসের বেসিক ধারণা 
পাওয়ার পরে নেক্সট টার্গেট থাকতে হবে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টে শিখামার্কেট-প্লেসে 
থিম সাবমিট করা
যদি আর্টস কমার্সের স্টুডেন্ট হোন এবং মোটামুটি ৬ মাস সময় থাকলে পিএইচপি শিখেনএক 

বছর সময় থাকলে পাইথন ইন ডেপথ শিখেন


আর আপনি যদি কম্পিউটার সায়েন্সের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হোন, তাহলে আমি বলব আপনি 
C, C++ টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করেনতাইলে প্রোগ্রামিংয়ের জিনিসগুলো সম্পর্কে আপনার গভীর ধারণা হয়ে যাবেআর আপনি যদি সিএসইতে তিন বছর ফাঁকিবাজি করে এখন লাস্ট ইয়ারে চলে আসছেন, ৬ মাস কি ১ বছর সময় আছে, দ্রুত একটা 
চাকরি পাওয়া লাগবে, তাহলে আপনি জাভা বা c# বা পিএইচপি শিখে দ্রুত চাকরি পাওয়ার
জন্য চেষ্টা করতে হবে

আপনি যদি স্মার্ট টাইপের কেউ হোন, তাইলে গুঁতায় গাতায়া অ্যান্ড্রয়েডের অ্যাপ ডেভেলপমেন্ট বা জাভা শিখে ফেলতে পারেনঅথবা ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট দাড়া করায়া ফেলতে হয়, সেটা শিখে ফেলতে পারেন
থার্ড স্টেপ: কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ইন ডেপথ জানতে হলে প্রথমেই ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে বাংলায় একটা বই জোগাড় করে আগা গোঁড়া কয়েকবার পড়ে ফেলতে হবে। 
বইয়ের ভিতরে অনেকগুলা উদাহরণ দেওয়া থাকবেসেগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবেপ্র্যাকটিস করতে গেলে অনেকগুলা আপনি নিজে মেলাতে পারবেন নাসেগুলা ফেসবুকে বিভিন্ন প্রোগ্রামিংয়ের গ্রুপে দিয়ে লোকজনের হেল্প চাইতে হবে
প্রথম যে বইটা পড়ছেন সেটা মোটামুটি আয়ত্তে চলে আসলে গুগলে বা ইউটিউবে গিয়ে বাংলায়
ওই একই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে টিউটোরিয়াল খুঁজে বের করতে হবেসেগুলো কয়েকদিন প্র্যাকটিস করার পরে ইংরেজি বিভিন্ন টিউটোরিয়াল বা ওয়েবসাইট থেকে জিনিসগুলো সম্পর্কে 
আরও ক্লিয়ার ধারণা নিতে হবেতারপর আপনার মোটামুটি ধারণা হয়ে গেলে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ছোটখাটো সফটওয়্যার বা ওয়েবসাইট বানায় ফেলতে হবে 



ফোর্থ স্টেপ: লাস্ট হচ্ছে বাংলাদেশে অনেকগুলা প্রোগ্রামিংয়ের গ্রুপ আছে যারা মাসে দুই 
একবার কোন এক জায়গায় মিলিত হয় এবং প্রোগ্রাম নিয়ে আলোচনা করে, সেগুলোতে যেতে 
হবে এবং অন্যদের কাছ থেকে শেখার চেষ্টা করতে হবেএকটা জিনিস খেয়াল রাখবেন, যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোমতো শিখলেই অন্য যেকোনো আর একটা প্রোগ্রামিং
ল্যাঙ্গুয়েজে সুইচকরা জাস্ট ওয়ান টুয়ের ব্যাপার

Source: (JHANKAR MAHBUB)

আজ

|

Visitors

Flag Counter

Popular Posts