রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

প্রথমেই আসি ডোমেইনের কথায়। আজকাল tk ml ga gq এসব ডোমেইন ফ্রিতে পেয়ে সবাই অনেক খুশি। কিন্তু এসব ডোমেইনের  মেয়াদ হল ১ বছর। আমি যতদূর জানি, পরের বছর থেকে ১০ ডলারের মত লাগে রিনিউ করতে। এখন দেখি কেন এসব ডোমেইন আমাদের ব্যবহার করা উচিত নয়।
১। ধরলাম আপনি এক বছর পরিশ্রম করে একটা ব্লগ দাঁড় করালেন, কিন্তু পরের বছর থেকে যদি এই পরিশ্রম পানিতে ফেলে দিতে না চান, তাহলে আপনাকে এটা ১০ ডলার দিয়ে রিনিউ করতে হবে। ১০ ডলার হলে তো টপ লেভেল ডোমেইনই পাওয়া যায়, তাহলে ফ্রি কেন? ফ্রি এর পেছনে টাকা ঢালতে না পারলে আপনার এই একবছরের কাজ কিন্তু শেষ!
২। freenom একটা চিটার কোম্পানি (এর বহু প্রমান আপনি গুগল ঘাঁটলে পাবেন)। আপনার ব্লগে যদি ভাল ভিজিটর আসা শুরু করে, তাহলেই আপনার ডোমেইনটা তারা নিয়ে নিবে এবং সেখানে বিভিন্ন এড দিয়ে ভরে রাখবে। এড-এর টাকা কিন্তু আপনি পাবেন না! আপনাকে শোনানো হবে আপনি তাদের নীতিমালা ভেঙ্গেছেন, তাই তারা আপনার ডোমেইন বাতিল করে দিয়েছে। কবে ভাঙলেন, কিভাবে ভাঙলেন, কোন নীতিমালা ভাঙলেন- এসব কিন্তু কিছুই আপনি জানবেন না। পরিশ্রম করে ভিজিটর আনলেন, এখন যদি সেই ডোমেইনটাই নিয়ে নেই, এর চেয়ে বড় দুঃখ আরো হতে পারে?
৩। ব্লগ জনপ্রিয় করার জন্য আপনাকে সার্চ ইঞ্জিনের ভিজিটর লাগবেই। কিন্তু বেশিরভাগ সার্চ ইঞ্জিন ফ্রী ডোমেইনকে অবজ্ঞার চোখে দেখে। এজন্য আপনি যদি কোয়ালিটি কন্টেন্টও লিখেন, তাহলেও তা ইগনোর হওয়ার সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে আবারো আপনার পরিশ্রম বৃথা যাওয়ার সম্ভাবনা আছে। (প্রশ্নঃ আপনার গত ১০০ সার্চে কয়টা ফ্রি ডোমেইন ব্লগ পেয়েছেন?)
৪। এছাড়াও আরো কারণ আছে। [১]
এখন তাহলে কি ফ্রী ডোমেইন ব্যবহার করা যাবেনা? যাবে। কিন্তু সিরিয়াস কোনো কাজে নয়, স্রেফ পরীক্ষামূলক কোনো কাজে। একটা স্ক্রীপ্ট বানালেন, কয়েকদিনের জন্য টেস্ট করা দরকার, তখন ফ্রী ডোমেইন নিলেন। এটাই।
এখন আসি হোস্টিং-এ। হোস্টিং-এও উপরের একই কথা প্রযোজ্য। অনেক কোম্পানীই আজীবনের জন্য ফ্রি হোস্টিং দেয়। কিন্তু সমস্যা হল, ফ্রি হোস্টিং-এ ইউজারের সংখ্যা বেশি থাকার কারণে এগুলো সবসময়ই স্লো হয়। এছাড়াও কোম্পানীগুলো ফ্রি প্যাকেজে কম স্পীড বরাদ্দ রাখে। আর পেজ লোডিং টাইম SEO এবং ভিজিটর ধরে রাখার জন্য বড় একটা ফ্যাক্টর। বেশি লোডিং টাইমের কোনো ওয়েবপেজ যেমন সার্চ ইঞ্জিনগুলোও ভাল চোখে দেখেনা, তেমনি ভিজিটররাও দেখেনা। (প্রশ্নঃ সার্চ রেজাল্টের পেজ থেকে একটা সাইটে গেলেন, ফুল লোড হতে প্রায় মিনিটের মত লাগল, পরবর্তীতে আরো যাবেন সেখানে?। এসব বাদেও আরো অনেক কারণ আছে যার জন্য ফ্রি হোস্টিং নেওয়া উচিত নয়। [২]
একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। একবার ফ্রি হোস্টিং থেকে ব্লগ বানালাম। কিছুদিন ব্লগে টিউন দিলাম, যদিও ভিজিটর বলতে গেলে আমি একাই :v তারপরও এডসেন্সে আবেদন করলাম। যেদিন আবেদন করলাম, তার পরদিন দেখি সাইট সাসপেন্ড। কারণ হল, আমি নাকি তাদের রিসোর্স বেশি খরচ করে ফেলেছি, আর এতে নাকি তাদের সম্পূর্ণ সার্ভার (entire server :v) স্লো হয়ে যায়। টাকা দিয়ে প্রিমিয়াম প্যাকেজ নিলে আবার খুলে দিবে! (তাদের সার্ভার টাকা চেনে, টাকা দেখলে আর স্লো হয়না!)। টিকিট সাবমিট করলাম যে আমাকে একবারও ওয়ার্নিং দেয়া হয়নি, সাস্পেন্ড খুলে দিন। কয়েকদিন পর (!) রিপ্লাই পেলাম, অতিরিক্ত রিসোর্স কনজিউম করলে আবার সাস্পেন্ড করা হবে, তখন আর খুলে দেওয়া হবেনা, এবার খুলে দেওয়া হল। যাই হোক, সপ্তাহ খানেক পরে ইমেইল আসল, "Final warning, you site omuk[dot]com will be suspended." যথারীতি পরের দিন সাস্পেন্ডেড! ভাগ্য অত্যধিক মাত্রায় সহায় ছিল বলে এত কাহিনীর পরও এডসেন্সটা পেয়েছিলাম।
ফ্রী হোস্টিং-এর ক্ষেত্রেও একই কথা, শুধুমাত্র পরীক্ষা-নিরীক্ষার জন্য ফ্রী হোস্টিং ব্যবহার করা যেতে পারে। এছাড়া নয়।
এবার আসি কপি-পেস্ট ব্লগিং-এর ব্যাপারে।

কিছু কিছু ব্লগে দেখলাম রান্নার রেসিপি থেকে শুরু করে উইন্ডোজ সেটআপ দেওয়া কলাকৌশল পর্যন্ত আছে। না, এটা ভাল আছে যদি ব্যক্তিগত ব্লগ হয়। কিন্তু ব্লগিং থেকে আয় করার ইচ্ছা থাকলে এটা বাদ দিন। যেকোনো একটা টপিক নিয়ে লিখুন। ব্লগে হাজার হাজার টিউন থাকতেই হবে এমন না, সপ্তাহে বা প্রতি ৩ দিনে একটা টিউন লিখুন। যে বিষয়ে লিখবেন ঐ বিষয়ে আগে জানুন, তারপর লিখুন।
আপনার ৫-১০ টা টিউন পড়তেই অনেক মানুষ আপনার ব্লগে যাবে যদি লেখাগুলো সমৃদ্ধ হয়। আর ইউনিক কন্টেন্ট সার্চ ইঞ্জিনগুলোর কাছে কেমন দামি তা না-ই বললাম। কপি-পেস্ট করে এসব সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়ার আশা করা একরম বোকামি। লেখার মত কোনো জ্ঞান না থাকলে আগে জানুন। এখনই লিখতে হবে এমন না। কপি-পেস্ট করে আমরা যেমন নিজের সময় অপচয় করি, তেমনি মূল লেখকের মৌলিক কাজকেও অসম্মান দেখাই।
টিউনটা লিখলাম যদি একজনও উপকৃত হয়, তাহলেই স্বার্থক। আমি নিজেও এসব করে অনেক সময় নষ্ট করেছি, স্রেফ জানতাম না বলে। তাই ব্যাপারটা শেয়ার করলাম। কারণ সময়ের মূল্য অনেক বেশি। অনেক খারাপ লাগে এই ভেবে, এসব না করলে হয়ত আরো ভাল পজিশনে থাকতে পারতাম :-) চাই না এমন কারো হোক।
ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। লেখায় কোনো ভুল থাকলে ধরিয়ে দিবেন আশা করি। ধন্যবাদ সকলকে।

Writing: ইশতিয়াক আহমেদ

বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

পিএইচপি শিখতে চান? ওয়েব ডেভেলপার হইতে চান? এক্সাইটিং সব ওয়েব এপ বানাইতে চান? সিভিতে নতুন স্কিল যুক্ত করে ভারী করতে চান? তাহলে আর দেরি না করে এখনই এই পোস্টে একটি লাইক মেরে পড়া শুরু করুন। উপকৃত না হলে লাইক ফেরত এর
গ্যারান্টি দিলাম
গ্যারান্টি দিলাম
গ্যারান্টি দিলাম।

আপনি কি অমুক এক্সপার্ট তমুক এক্সপার্ট, অমুক বড়ভাই, তমুক দাদা এর দ্বারে দ্বারে পিএইচপি শেখার জন্যে ঘুরে ঘুরে হতাশ হয়েছেন? সবাই খালি মুখে মুখেই চাপা মারার উস্তাদ? আসল কাজ শেখানোর সময় ঘুরাঘুরি করে? আপনি কি বিভিন্ন
"সাত দিনে হউন পিএইচপি এক্সপার্ট" বা
"হাতে ধরে পিএইচপি শেখাই"
কোচিং সেন্টারে ভর্তি হয়ে বাপের টাকার ঝালমুড়ি বানিয়ে খেয়েছেন?

এখন আপনার সারাদিন সারারাত হতাশায় কাটে আর ভাবেন আপনি কি পারবেন সফল হতে? বাবা মা'র সাথে চোখে চোখ রেখে কথা বলতে সমস্যা হচ্ছে? আপনার তো সাইজ ছোট! (মনিটরের স্ক্রিনের)। স্ত্রীর চোখে চোখ রেখে কথা বলতে সমস্যা হচ্ছে? তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পিএইচপি আহসান বাবার কাছে

পিএইচপি আহসান বাবা
পিএইচপি আহসান বাবা
পিএইচপি আহসান বাবা

পিএইচপি আহসান বাবার নিজ হাতে বাছাইকরা ইন্টারনেট থেকে সংগৃহীত নবীশ থেকে পিএইচপিতে দক্ষ হবার একমাত্র পোস্ট

চলে এসেছে
চলে এসেছে
চলে এসেছে।

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
পোস্টটি পড়া হয়ে গেলে শেয়ার করে অন্যকেও পড়ার সুযোগ করে দিন এবং হাসিল করুন পিএইচপি আহসান বাবার একটি লাইক।

.
PHP BASIC'S / FUNDAMENTALS:
------------------------------------------------

~~ free resources ~~
------------------------------

#1 By TheNewBoston
https://www.youtube.com/playlist?list=PL442FA2C127377F07

#2 By Codecourse (former phpacademy)
https://www.youtube.com/playlist…

#3 By Quinton Watt
https://www.youtube.com/playlist…

.
~~ paid resources ~~
--------------------------------

#4 By Lynda.com
http://www.lynda.com/…/PHP-MySQL-Essential-Tr…/119003-2.html

#5 By Tutsplus
http://code.tutsplus.com/courses/php-fundamentals

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
After learning the basic's of php language you need to build some real life projects.

.
BUILD SIMPLE PHP PROJECT'S:
--------------------------------------------------

#6 PHP url shortener by CodeCources
https://www.youtube.com/watch?v=504vS0SANBY
(this is part 1, you will find other 2 parts in youtube sidebar)

#7 Creating A Blog System With PHP & MySQL
https://www.youtube.com/playlist…

#8 Build A PHP To-Do List By CodeCources
https://www.youtube.com/watch?v=wt3txKJCh-4
(this is part 1, you will find other 2 parts in youtube sidebar)

.
BUILD LITTLE ADVANCED PHP PROJECT'S:
-------------------------------------------------------------------

#9 How to Build a Social Network Website Web Intersect
https://www.youtube.com/playlist…
(to continuing this tutorial you need to have a good understanding of php with ajax, if you do not familiar with php & ajax go down, there I have listed some php with ajax tutorials.)

#10 Make your Own Instant Messenger
https://www.youtube.com/playlist…

#11 PHP + MYSQL Simple Chat Application
https://www.youtube.com/playlist?list=PL97E5F049784B72C4

#12 Create a URL Shortener With API in PHP
https://www.youtube.com/playlist…

#13 PHP eCommerce
https://www.youtube.com/playlist…

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
Now at this point I think you have a solid understanding of PHP and how it works. But all these are in procedural method of PHP . Now you should get a good understanding what the heck is that PHP Object Oriented Programming.

.
PHP OOP BASIC'S:
------------------------------

~~ free resources ~~
------------------------------

#14 PHP Object Oriented Programming (OOP) by Codecourse
https://www.youtube.com/playlist…

.
~~ paid resources ~~
--------------------------------

#15 Object-Oriented Programming with PHP with Jon Peck
http://www.lynda.com/…/Object-Oriented-Progra…/107953-2.html

.
PHP OOP PROJECTS:
-----------------------------
#16 PHP OOP Login/Register System by CodeCources
https://www.youtube.com/playlist…

#17 AJAX Chat Tutorials - Object Oriented PHP by Vippolice911
https://www.youtube.com/playlist…

.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-

This is the high time for you to learn PHP Frameworks. Start with laravel, follow laracasts. Laracasts is insane
#18 https://laracasts.com/

.
AJAX Tutorials:
-----------------------------

#19 Ajax Tutorials By Dereck Banas
https://www.youtube.com/playlist?list=PLE0071B4091E8948D

#20 AJAX Tutorials Playlist By TheNewBoston
https://www.youtube.com/watch…

Thats all for today. Thanks you guys.
Share if you care.

Source: Md. Aminul Islam munsi

আজ

|

Visitors

Flag Counter

Popular Posts