আপনারা
যারা নতুন ওয়েব ডেভেলপার হতে যাচ্ছেন তাদের কে বলছি। শুধু ইংরেজি ওয়েব
সাইট বানালেই হবে না, প্রয়োজনে আমাদের দেশের জন্য তথা বাংলা ভাষায় ও করতে
হবে। আর তখন আপনাকে কিছু কিছু ব্যপারে নোটপ্যাডে বাংলাতে লিখতে হতে পারে।
কিন্তু যদি পদ্ধতিটা আপনার জানা না থাকে তাহলে কিছুটা হলেও ঘাবড়ে যেতে
পারেন। তাই আপনার জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। (আজই শিখলাম, তাই আপনিও শিখে ফেলুন। )ভুমিকা না বারিয়ে সরাসরি কাজের কথা বলি।
প্রথমে নোটপ্যাড++ সফটওয়্যার টি ওপেন করুন। এবার উপরের মেনু বার এ একবার চোখ রাখুন। দেখুন Encoding মেনু লেখা আছে।
এবার দেখুন এখানে ডিফল্ট ভাবে Encoding UTF-8 without BOM লেখাতে মার্ক করা আছে (আপনাদের আছে কিনা জানি না। তবে আমার ছিল। ) এবার আপনার কাজ হবে এটাকে পরিবর্তন করে Encoding UTF-8 without BOM লাইনটির থিক নিচের লাইনে লিখা আছে Encoding UTF-8 এটাতে মার্ক করুন।
এবার চেষ্টা করে দেখুন। আপনি বাংলাতে লিখতে পারবেন। পারছেন কি? যদি পারেন তো কমেন্ট করে জানান আমাকে।
মজার ব্যাপার হচ্ছেঃ আপনি অভ্র দিয়েই লিখতে পারবেন।
লক্ষণীয় বিষয়ঃ যতবার নোটপ্যাডে কাজ করতে যাবেন ততবারই পদ্ধতিটা অবলম্বন করবেন। আশা করি বুঝতে পেরেছেন।
প্রথমে নোটপ্যাড++ সফটওয়্যার টি ওপেন করুন। এবার উপরের মেনু বার এ একবার চোখ রাখুন। দেখুন Encoding মেনু লেখা আছে।
এবার দেখুন এখানে ডিফল্ট ভাবে Encoding UTF-8 without BOM লেখাতে মার্ক করা আছে (আপনাদের আছে কিনা জানি না। তবে আমার ছিল। ) এবার আপনার কাজ হবে এটাকে পরিবর্তন করে Encoding UTF-8 without BOM লাইনটির থিক নিচের লাইনে লিখা আছে Encoding UTF-8 এটাতে মার্ক করুন।
এবার চেষ্টা করে দেখুন। আপনি বাংলাতে লিখতে পারবেন। পারছেন কি? যদি পারেন তো কমেন্ট করে জানান আমাকে।
মজার ব্যাপার হচ্ছেঃ আপনি অভ্র দিয়েই লিখতে পারবেন।
লক্ষণীয় বিষয়ঃ যতবার নোটপ্যাডে কাজ করতে যাবেন ততবারই পদ্ধতিটা অবলম্বন করবেন। আশা করি বুঝতে পেরেছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন