আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন
ওয়ার্ডপ্রেসে ৫ ধরণের User Role থাকে।
Administrator, Editor, Author, Contributor এবং
Subscriber.
যদিও আপনি ইচ্ছা করলে নতুন ধরণের User
Role তৈরি করতে পারবেন।
এই ৫ ধরণের ব্যবহারকারীর প্রত্যেকের
কাজের পরিধি, ক্ষমতা এবং সীমাবদ্ধতা
আলাদা। ক্ষমতার ক্রমানুসারে
ওয়ার্ডপ্রেসের বিভিন্ন User Role-এর
তালিকাটা এরকমঃ
# Subscriber:
এই ধরণের ব্যবহারকারীরা কার্যত কিছু
করতে পারে না। নিবন্ধন (রেজিস্ট্রেশন)
করার মাধ্যমে তারা সেই সাইটের সদস্য হয়
বটে, কোনো ধরণের পোস্ট করতে পারে না।
এমন যদি হয় যে, আপনি আপনার সাইটে
রেজিস্টার্ড ইউজার ছাড়া মন্তব্য করতে
দিবেন না; কিন্তু আপনি চান না যে তারা
পোস্ট করুক, সেক্ষেত্রে এই রোল ব্যবহার
করতে পারেন।
*.এরা মন্তব্য করতে পারবে।
*.নিজের প্রোফাইল হালনাগাদ/আপডেট
করতে পারবে।
# Contributor :
এই ধরণের ইউজাররা পোস্ট করতে পারবে।
কিন্তু তাদের পোস্ট সরাসরি প্রকাশিত
(Published) হবে না।
*.এরা মন্তব্য করতে পারবে।
*.নিজের প্রোফাইল আপডেট করতে পারবে।
*.পোস্ট করতে পারবে। পোস্ট সরাসরি
Publish হবে না, Pending থাকবে। Publish
হওয়ার আগ পর্যন্ত লেখা Edit বা Delete
করতে পারবে; কিন্তু Publish হলে আর Edit বা
Delete করতে পারবে না। ছবির সাথে Media
(ছবি বা অন্যান্য ফাইল) যোগ করতে পারবে
না।
*.নিজের এবং অন্য পোস্টের মন্তব্য দেখতে
পারবে।
# Author:
এরা পোস্ট করতে পারবে এবং পোস্ট
সরাসরি পাবলিশ হবে। ব্লগগুলোতে
সাধারণত এই রোল ব্যবহার করা হয়।
*.মন্তব্য করতে পারবে।
*.নিজের প্রোফাইল হালনাগাদ করতে
পারবে।
*.পোস্ট করতে পারবে, পোস্ট সরাসরি Publish
হবে। প্রকাশিত লেখা এডিট কিংবা
ডিলিট করতে পারবে। পোস্টের সাথে Media
যোগ করতে পারবে।
*.নিজের এবং অন্য পোস্টের মন্তব্য দেখতে
পারবে। নিজের পোস্টের মন্তব্য Delete,
Edit, Unapprove করতে পারবে।
# Editor :
এরা মূলত Moderation জাতীয় কাজ করে
থাকে।
*.মন্তব্য করতে পারবে।
*.নিজের প্রোফাইল হালনাগাদ করতে
পারবে।
*.পোস্ট করতে পারবে, পোস্ট সরাসরি Publish
হবে। প্রকাশিত লেখা এডিট কিংবা
ডিলিট করতে পারবে। পোস্টের সাথে Media
যোগ করতে পারবে।
*.অন্যের লেখা ডিলিট, এডিট ইত্যাদি
করতে পারবে। Contributor লেভেলের কারঅ
পোস্ট Pending থাকলে সেটা পাবলিশ করতে
পারবে।
*.Page তৈরি করতে পারবে। নিজের কিংবা
অন্যের Page ডিলিট, এডিট ইত্যাদি করতে
পারবে।
*.পোস্টের ক্যাটাগরি ডিলিট কিংবা নতুন
ক্যাটাগরি যোগ করতে পারবে।
# Administrator :
এরা সব করতে পারবে। Editor লেভেলের সব
কিছুর পাশাপাশি থীম পরিবর্তন করা, নতুন
থীম যোগ করা বা ডিলিট করা, প্লাগিন
Activate, Deactivate বা Delete করা ইত্যাদি
কাজ করতে পারবে। এছাড়াও Widget, Menu
ইত্যাদি নিয়ন্ত্রণ করা, বিভিন্ন রকমের
সেটিং, এমনকি সাইটের কন্টেন্ট (পোস্ট,
পেইজ, ইউজার ইত্যাদি) Export, Import করাও
Administrator-এর কাজ।
বুধবার, ১ এপ্রিল, ২০১৫
১১:১৫ AM
rezaul haque
No comments
Related Posts:
গ্রামীণফোনের সীম থেকে আপনার ফোনের টাকা অটোমেটিক গায়েব হয়ে যাচ্ছে ?আর গায়েব হবে না! টাকা কেটে নেওয়ার সার… Read More
৭(সাত) জন বীরশ্রেষ্ঠ৭(সাত) জন বীরশ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ… Read More
BPL 3 player list 2015 BPL3 Player List Rangpur Riders: Local players: Shakib Al Hasan (Icon), Soumya Sarkar, Arafat Sunny, Mohammad Mithun, Muktar Ali, Saklain Sajib, Jahurul Islam, Abu Jayed Chowdhury, Murad Khan, Rasel Al Mamun.… Read More
BPL3 live telecast channels Channel 9 from Bangladesh will telecast all the matches of BPL T20 2015. This time, even a single delivery will not be missed due to advertisements. BPL authority has already warned the Channel 9 team about this matter… Read More
Match sehedule of BPL 3 Session … Read More
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন