আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন
ওয়ার্ডপ্রেসে ৫ ধরণের User Role থাকে।
Administrator, Editor, Author, Contributor এবং
Subscriber.
যদিও আপনি ইচ্ছা করলে নতুন ধরণের User
Role তৈরি করতে পারবেন।
এই ৫ ধরণের ব্যবহারকারীর প্রত্যেকের
কাজের পরিধি, ক্ষমতা এবং সীমাবদ্ধতা
আলাদা। ক্ষমতার ক্রমানুসারে
ওয়ার্ডপ্রেসের বিভিন্ন User Role-এর
তালিকাটা এরকমঃ
# Subscriber:
এই ধরণের ব্যবহারকারীরা কার্যত কিছু
করতে পারে না। নিবন্ধন (রেজিস্ট্রেশন)
করার মাধ্যমে তারা সেই সাইটের সদস্য হয়
বটে, কোনো ধরণের পোস্ট করতে পারে না।
এমন যদি হয় যে, আপনি আপনার সাইটে
রেজিস্টার্ড ইউজার ছাড়া মন্তব্য করতে
দিবেন না; কিন্তু আপনি চান না যে তারা
পোস্ট করুক, সেক্ষেত্রে এই রোল ব্যবহার
করতে পারেন।
*.এরা মন্তব্য করতে পারবে।
*.নিজের প্রোফাইল হালনাগাদ/আপডেট
করতে পারবে।
# Contributor :
এই ধরণের ইউজাররা পোস্ট করতে পারবে।
কিন্তু তাদের পোস্ট সরাসরি প্রকাশিত
(Published) হবে না।
*.এরা মন্তব্য করতে পারবে।
*.নিজের প্রোফাইল আপডেট করতে পারবে।
*.পোস্ট করতে পারবে। পোস্ট সরাসরি
Publish হবে না, Pending থাকবে। Publish
হওয়ার আগ পর্যন্ত লেখা Edit বা Delete
করতে পারবে; কিন্তু Publish হলে আর Edit বা
Delete করতে পারবে না। ছবির সাথে Media
(ছবি বা অন্যান্য ফাইল) যোগ করতে পারবে
না।
*.নিজের এবং অন্য পোস্টের মন্তব্য দেখতে
পারবে।
# Author:
এরা পোস্ট করতে পারবে এবং পোস্ট
সরাসরি পাবলিশ হবে। ব্লগগুলোতে
সাধারণত এই রোল ব্যবহার করা হয়।
*.মন্তব্য করতে পারবে।
*.নিজের প্রোফাইল হালনাগাদ করতে
পারবে।
*.পোস্ট করতে পারবে, পোস্ট সরাসরি Publish
হবে। প্রকাশিত লেখা এডিট কিংবা
ডিলিট করতে পারবে। পোস্টের সাথে Media
যোগ করতে পারবে।
*.নিজের এবং অন্য পোস্টের মন্তব্য দেখতে
পারবে। নিজের পোস্টের মন্তব্য Delete,
Edit, Unapprove করতে পারবে।
# Editor :
এরা মূলত Moderation জাতীয় কাজ করে
থাকে।
*.মন্তব্য করতে পারবে।
*.নিজের প্রোফাইল হালনাগাদ করতে
পারবে।
*.পোস্ট করতে পারবে, পোস্ট সরাসরি Publish
হবে। প্রকাশিত লেখা এডিট কিংবা
ডিলিট করতে পারবে। পোস্টের সাথে Media
যোগ করতে পারবে।
*.অন্যের লেখা ডিলিট, এডিট ইত্যাদি
করতে পারবে। Contributor লেভেলের কারঅ
পোস্ট Pending থাকলে সেটা পাবলিশ করতে
পারবে।
*.Page তৈরি করতে পারবে। নিজের কিংবা
অন্যের Page ডিলিট, এডিট ইত্যাদি করতে
পারবে।
*.পোস্টের ক্যাটাগরি ডিলিট কিংবা নতুন
ক্যাটাগরি যোগ করতে পারবে।
# Administrator :
এরা সব করতে পারবে। Editor লেভেলের সব
কিছুর পাশাপাশি থীম পরিবর্তন করা, নতুন
থীম যোগ করা বা ডিলিট করা, প্লাগিন
Activate, Deactivate বা Delete করা ইত্যাদি
কাজ করতে পারবে। এছাড়াও Widget, Menu
ইত্যাদি নিয়ন্ত্রণ করা, বিভিন্ন রকমের
সেটিং, এমনকি সাইটের কন্টেন্ট (পোস্ট,
পেইজ, ইউজার ইত্যাদি) Export, Import করাও
Administrator-এর কাজ।
বুধবার, ১ এপ্রিল, ২০১৫
১১:১৫ AM
rezaul haque
No comments
Related Posts:
GTA vice city cheat code MIAMITRAFFIC Aggressive Drivers THUGTOOLS All "light weapon" NUTTERTOOLS All ''heavy'' weapons PROFESSIONALTOOLS All ''medium'' weapons IW… Read More
ডিজাইন সম্পর্কিত অনেক প্রশ্ন ও তার সমাধান। কিভাবে শিখবেন? কোথায় শিখবেন? ডিজাইন সম্পর্কি অনেক প্রশ্ন ও তার সমাধান। কিভাবে গ্রাফিকরিভারেরজন্য ডিজাইন করবেন? কিভাবে শিখবেন? কোথায় শিখবেন? ইত্যাদী আসসালামু আলাইকুম, প্রায়-ই সময়, বিশেষ করে প্রতি সপ্তাহেই ১০ থেকে ২০ জনের মত ফেইসবুকে ম্যাসেজ দ… Read More
ইউএক্স , ইউ আই ডিজাইন শিখার জন্য রিসোর্স। পার্ট - ১ (video course) অনেকেই ইউক্স, ইউআই নিয়ে জানতে চান যে কিভাবে শিখবেন? আমি তা নিয়ে আমার জানা যে সকল রিসোর্স আছে তা শেয়ার করবো। এবং নোটটি নিয়মিত আপডেট করবো। আজকের পর্বে ভিডিও কোর্সের লিঙ্ক দিব। Design of Everyday Things. এটি Don Norm… Read More
BPL 3 player list 2015 BPL3 Player List Rangpur Riders: Local players: Shakib Al Hasan (Icon), Soumya Sarkar, Arafat Sunny, Mohammad Mithun, Muktar Ali, Saklain Sajib, Jahurul Islam, Abu Jayed Chowdhury, Murad Khan, Rasel Al Mamun.… Read More
আসুন আপনার টেম্পলেটকে কিভাবে ক্রস ব্রাউজার সাপোর্ট করবেন তা দেখি ! আমরা যারা ওয়েব ডিজাইন কাজ করি বা শিকতেছি তারা প্রায় আমাদের কাজটা যখন বিভিন্ন ব্রাউজারে পরীক্ষা করি তখন একই রকম দেখাই না আর এর সংখ্যা একটু মনে হই বেশিই। আর বিশেষত যদি কাজটা একটু বেশি মডার্ন ডিজাইন বা ফিচার্ড থাকে তাহলে হওয়ার … Read More
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন