বুধবার, ১ এপ্রিল, ২০১৫


আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন
ওয়ার্ডপ্রেসে ৫ ধরণের User Role থাকে।
Administrator, Editor, Author, Contributor এবং
Subscriber.
যদিও আপনি ইচ্ছা করলে নতুন ধরণের User
Role তৈরি করতে পারবেন।
এই ৫ ধরণের ব্যবহারকারীর প্রত্যেকের
কাজের পরিধি, ক্ষমতা এবং সীমাবদ্ধতা
আলাদা। ক্ষমতার ক্রমানুসারে
ওয়ার্ডপ্রেসের বিভিন্ন User Role-এর
তালিকাটা এরকমঃ
# Subscriber:
এই ধরণের ব্যবহারকারীরা কার্যত কিছু
করতে পারে না। নিবন্ধন (রেজিস্ট্রেশন)
করার মাধ্যমে তারা সেই সাইটের সদস্য হয়
বটে, কোনো ধরণের পোস্ট করতে পারে না।
এমন যদি হয় যে, আপনি আপনার সাইটে
রেজিস্টার্ড ইউজার ছাড়া মন্তব্য করতে
দিবেন না; কিন্তু আপনি চান না যে তারা
পোস্ট করুক, সেক্ষেত্রে এই রোল ব্যবহার
করতে পারেন।
*.এরা মন্তব্য করতে পারবে।
*.নিজের প্রোফাইল হালনাগাদ/আপডেট
করতে পারবে।
# Contributor :
এই ধরণের ইউজাররা পোস্ট করতে পারবে।
কিন্তু তাদের পোস্ট সরাসরি প্রকাশিত
(Published) হবে না।
*.এরা মন্তব্য করতে পারবে।
*.নিজের প্রোফাইল আপডেট করতে পারবে।
*.পোস্ট করতে পারবে। পোস্ট সরাসরি
Publish হবে না, Pending থাকবে। Publish
হওয়ার আগ পর্যন্ত লেখা Edit বা Delete
করতে পারবে; কিন্তু Publish হলে আর Edit বা
Delete করতে পারবে না। ছবির সাথে Media
(ছবি বা অন্যান্য ফাইল) যোগ করতে পারবে
না।
*.নিজের এবং অন্য পোস্টের মন্তব্য দেখতে
পারবে।
# Author:
এরা পোস্ট করতে পারবে এবং পোস্ট
সরাসরি পাবলিশ হবে। ব্লগগুলোতে
সাধারণত এই রোল ব্যবহার করা হয়।
*.মন্তব্য করতে পারবে।
*.নিজের প্রোফাইল হালনাগাদ করতে
পারবে।
*.পোস্ট করতে পারবে, পোস্ট সরাসরি Publish
হবে। প্রকাশিত লেখা এডিট কিংবা
ডিলিট করতে পারবে। পোস্টের সাথে Media
যোগ করতে পারবে।
*.নিজের এবং অন্য পোস্টের মন্তব্য দেখতে
পারবে। নিজের পোস্টের মন্তব্য Delete,
Edit, Unapprove করতে পারবে।
# Editor :
এরা মূলত Moderation জাতীয় কাজ করে
থাকে।
*.মন্তব্য করতে পারবে।
*.নিজের প্রোফাইল হালনাগাদ করতে
পারবে।
*.পোস্ট করতে পারবে, পোস্ট সরাসরি Publish
হবে। প্রকাশিত লেখা এডিট কিংবা
ডিলিট করতে পারবে। পোস্টের সাথে Media
যোগ করতে পারবে।
*.অন্যের লেখা ডিলিট, এডিট ইত্যাদি
করতে পারবে। Contributor লেভেলের কারঅ
পোস্ট Pending থাকলে সেটা পাবলিশ করতে
পারবে।
*.Page তৈরি করতে পারবে। নিজের কিংবা
অন্যের Page ডিলিট, এডিট ইত্যাদি করতে
পারবে।
*.পোস্টের ক্যাটাগরি ডিলিট কিংবা নতুন
ক্যাটাগরি যোগ করতে পারবে।
# Administrator :
এরা সব করতে পারবে। Editor লেভেলের সব
কিছুর পাশাপাশি থীম পরিবর্তন করা, নতুন
থীম যোগ করা বা ডিলিট করা, প্লাগিন
Activate, Deactivate বা Delete করা ইত্যাদি
কাজ করতে পারবে। এছাড়াও Widget, Menu
ইত্যাদি নিয়ন্ত্রণ করা, বিভিন্ন রকমের
সেটিং, এমনকি সাইটের কন্টেন্ট (পোস্ট,
পেইজ, ইউজার ইত্যাদি) Export, Import করাও
Administrator-এর কাজ।

Related Posts:

  • নোটপ্যাড++ এ বাংলা লিখুন আপনারা যারা নতুন ওয়েব ডেভেলপার হতে যাচ্ছেন তাদের কে বলছি। শুধু ইংরেজি ওয়েব সাইট বানালেই হবে না, প্রয়োজনে আমাদের দেশের জন্য তথা বাংলা ভাষায় ও করতে হবে। আর তখন আপনাকে কিছু কিছু ব্যপারে নোটপ্যাডে বাংলাতে লিখতে হতে পারে। … Read More
  • আপনার ওয়েবসাইটের মেনুকে করে ফেলুন স্টিক । আপনার ওয়েবসাইট অথবা ক্লায়েন্ট এর ওয়েবসাইটটির মেনুটিকে স্টিক করা লাগতে পারে যে কোন সময়। বিষয়টি একদমই সহজ । অবশ্য যারা জানেন না তাদের কাছে অনেক কঠিন লাগাটাই স্বাভাবিক ।নষ্ট হতে পারে অনেকটা সময়। ছোট্ট তিনটি স্টেপ ফলো করলে খ… Read More
  • ১০ টি প্লাগিন যা বদলে দিবে আপনার টেমপ্লেটের চেহারা !! আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বলব ১০ টি জেকোয়ারি প্লাগিনের কথা যে গুলো আমিনিজে ব্যবহার করি , আপনি যদি এই ১০ টি প্লাগিন ব্যবহার করেন তা হলে আপনার টেম্পলেটের চেহারা বদলে যাবে ।১।  UiKit - আসলে UiKit একটা CSS… Read More
  • আমরা কি CSS Shorthand গুলো সঠিকভাবে ব্যবহার করছি আসুন জেনে নেই খুব সাধারন বিষয়গুলো অনেক সময় অসাধারন ভূমিকা পালন করে । যেকোন  একটা  পিএসডি ডিজাইন যদি দশজন ডেভেলপারকে দেয়া হয়,  দশজন দশভাবে কোডিং করবে । হ্যাঁ সবাই এইচটিএমএল দিয়ে মার্কআপ করবে সিএসএস দিয়ে ডিজাইন করবে । কিন্তু … Read More
  • Payoneer সম্পর্কিত একটি পোষ্ট- যারা Payoneer নিয়ে নিচের প্রশ্ন গুল করে থাকেন তাদের জন্য।- Payoneer মাষ্টার কার্ড কোন ব্যাংক এর ATM এ ব্যবহার করলে বেশি রেট পওয়া যাবে?- Payoneer মাষ্টার কার্ড এর মাসিক চার্জ কত?- Payoneer মাষ্টার কার্ড কোন ATM এ ব্যবহার করা … Read More

আজ

আজ শনিবার, এপ্রিল 12. | 11:00:35 AM

Visitors

Flag Counter

Popular Posts